বাকৃবিতে রোটার‌্যাক্ট ক্যাম্প প্রশিক্ষণের সমাপনী

বিবিধ, ক্যাম্পাস

বাকৃবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 12:04:52

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছয় দিনব্যাপী ৩১তম রোটার‌্যাক্ট ক্যাম্প প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। সম্মানিত অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক এ এম হোসাইন সাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. ছোলায়মান আলী ফকির, সহকারী প্রক্টর ড. মো. শহীদুল আলম, এক্স রোটার‌্যাক্টর কৃষিবিদ মেজর মোহাম্মদ মেহেরুল হাসান এবং ঢাকা ট্যাক্স জোন-১১ এর অতিরিক্ত কর কমিশনার এ এস এম ওয়াহেদুজ্জামান।

আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ রোটারি ক্লাবের সভাপতি রোটারিয়ান মো. আনিসুর রহমান এবং ট্রেনিং কোর্সের কো অর্ডিনেটর অধ্যাপক ড. মাছুমা হাবিব। এছাড়াও প্রশিক্ষণে অংশ নেওয়া ৫২ জন রোটার‌্যাক্ট এবং বিশ্ববিদ্যালয়ের রোটার‌্যাক্ট ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

গত রোববার (৩ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন রোটার‌্যাক্ট ক্লাব থেকে আগত ৫২ জন রোটার‌্যাক্টর নিয়ে বাকৃবির গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে (জিটিআই) প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ ক্যাম্পে সেরা ক্যাম্পার হন রোটার‌্যাক্টর আবু সালেহ এবং দ্বিতীয় সেরা ক্যাম্পার হন রোটার‌্যাক্টর সাবিত্রী চক্রবর্তী।

এ সম্পর্কিত আরও খবর