সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করায় আনন্দ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (২৩ অক্টোবর) রাতে ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে আনন্দ মিছিল করেন।
এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে আনন্দ মিছিল করে।
এ সময় মিছিল নিয়ে শিক্ষার্থীরা সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে এই মুহূর্তে খবর এলো, ছাত্রলীগ নিষিদ্ধ হলো; এই মুহূর্তে খবর এলো, সন্ত্রাসী লীগ নিষিদ্ধ হলো; হৈ হৈ রৈ রৈ, সন্ত্রাস লীগ গেলি কই; এই মুহূর্তে খবর এলো, ক্যাম্পাস সন্ত্রাসমুক্ত হলো- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।