ডাকসু'র পুনঃতফসিলের দাবিতে অনড় ছাত্রদল

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 14:52:18

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান ছাত্রদলের নেতারা।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, 'আমরা পুনঃতফসিলের দাবি জানিয়েছি। সাত দফা দাবি আদায়ে আমরা সোচ্চার থাকবো।'

তিনি বলেন, ন্যূনতম তিন মাস রাজনৈতিক সহাবস্থান নিশ্চত হওয়ার পর ডাকসু নির্বাচনের পরিবেশ ও সহাবস্থানের বিষয়টি নিশ্চিত হবে। আমরা আমাদের বক্তব্যে অনড় আছি। আমরা দাবি করেছি, তফসিল তিন মাস পেছানোর, রাজনৈতিক সহাবস্থানকে স্থিতিশীল করা, ভোটকেন্দ্র হলের বাইরে, অ্যাকাডেমিক ভবন ও টিএসসিতে স্থানান্তর করা।

প্রার্থী তালিকা ও প্যানেল ঘোষণার বিষয়ে জানতে চাইলে ছাত্রদল সম্পাদক বলেন, 'আমরা পুনঃতফসিলের দাবি করছি এখনো। ভোটার তালিকায় আমাদের যারা অন্তর্ভুক্ত আছে এবং রাজনৈতিকভাবে সকলের সাথে কথা বলে পরবর্তী সময়ে প্রার্থী তালিকাসহ অন্যান্য বিষয় চূড়ান্ত করা হবে। আমরা আজকে এসেছি, আমরা পর্যবেক্ষণ করবো, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের এবং অন্যান্য ছাত্র সংগঠনের প্রতি কতটুকু আন্তরিক থাকে এবং সেটি দেখেই আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবো।'

নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক কিনা জানতে চাইলে আকরামুল হাসান বলেন, 'আমরা নির্দিষ্টভাবে, লিখিতভাবে বলেছি তিন মাস সহাবস্থান স্থিতিশীল এবং স্থায়ী হওয়ার পরে বলা যাবে, সহাবস্থান নিশ্চিত আছে। নয় বছর পর আমরা ক্যাম্পাসে এসেছি। আপনাদের বুঝতে হবে, একদিন, দুইদিন, তিনদিনে কিন্তু সহাবস্থান নিশ্চিত হয় না। আমরা আন্তরিকভাবে, ইতিবাচক রাজনৈতিক ধারা প্রবর্তন করতে চাই। অতীতে করেছি এবং ভবিষ্যতেও থাকতে চাই।'

অগণতান্ত্রিক ধারা কোনগুলো, জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো আমরা উপাচার্যের কাছে লিখিতভাবে দিয়েছি। যেমন, ৫ এর (এ), ৮ এর (এম) ধারা সন্নিবেশিত আছে। নির্দিষ্টভাবে ৩০ বছর বেঁধে দেওয়া, এটিকে আমরা গণতান্ত্রিক ও সাংবিধানিক মনে করি না।’

নয় বছর পর মধুর ক্যান্টিনে ছাত্রদলের অবস্থান, এটা কি আজকেই শেষ? না অব্যাহত থাকবে? এমন প্রশ্নের জবাবে আকরামুল হাসান বলেন, আমরা মনে করি, ডাকসুকে কেন্দ্র করে ক্যাম্পাসে ইতিবাচক ও গণতান্ত্রিক রাজনীতির যে সূচনা হয়েছে, আজকে পথচলার নতুন যাত্রা শুরু। ক্যাম্পাসে ছাত্রদলের অবস্থান অব্যাহত থাকবে। ছাত্রদলের সহাবস্থানের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে আন্তরিকতার পরিচয় দিয়েছে, অন্যান্য ছাত্র সংগঠন যে সৌজন্যতার পরিচয় দিয়েছে, ছাত্রদলের পক্ষ থেকে সকলকে সাধুবাদ জানাই। ছাত্ররাজনীতির যে অতীত ঐতিহ্য, সহাবস্থান, গণতান্ত্রিক পরিবেশ ও পরমত সহিষ্ণুতার ছাত্র রাজনীতির চর্চার যে নতুন করে যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রা অব্যাহত থাকবে, এই প্রত্যাশা করি।'

গঠনতন্ত্র সংশোধন ও তফসিল ঘোষণা হয়ে গেলেও ছাত্রদলের দাবি মানা হয়নি বলে অভিযোগ করেন সংগঠনটির সভাপতি রাজিব আহসান। তিনি বলেন, গঠনতন্ত্র সব সময় পরিবর্তনশীল। নির্বাচনের আচরণবিধি ও পরিবর্তনশীল। শুধু আমরা নয়, অপরাপর ছাত্র সংগঠনও দাবি দিয়েছে। আমরা মনে করি, অধিকাংশ ছাত্র সংগঠনের যে দাবি, তার প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিক হওয়া উচিত।

এ সময় ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দীকি, সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন নাছির, কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া, সহ-সম্পাদক মামুন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর