জবি ছাত্রদলের ২১ প্রস্তাবের অগ্রগতি পর্যালোচনায় সংবাদ সম্মেলন

, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-11-17 18:15:42

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য গত ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট ২১ দফা প্রস্তাবনা দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। কিছু কিছু ক্ষেত্রে তারা উপাচার্য মহোদয়ের কাছে দশ দিনের মধ্যে কিছু দাবি বাস্তবায়নের জন্য প্রস্তাব রাখে।

রোববার (১৭ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবন প্রাঙ্গণে তারা এই সংবাদ সম্মেলন করে। এসময় তারা ২১ দফা বাস্তবায়নে প্রশাসনের উদ্যোগ তুলে ধরেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, বিশ্ববিদ্যালয় যাতে ৩ হাজার শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা করে দেয় আমরা সেই দাবি করেছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন সে দাবি আমলে নিয়েছেন এবং সে বিষয়ে মতামত চেয়েছেন। আমরা বলেছি বিশ্ববিদ্যালয়ের পাশে যে পরিত্যক্ত ডিসি ভবন আছে আমরা তা ডিসি মহোদের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবহার করতে পারি।

এসময় বিশ্বিবদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ইতিমধ্যে শিক্ষার্থীদের উপর যে র‍্যাগিং নামক অপসংস্কৃতি গত ১৬ বছরে স্বৈরাচারী হাসিনা সরকারের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করে ফেলেছিল তারই প্রতিবাদে আমরা ভিসি স্যারের কাছে একটি প্রস্তাবনা দিয়েছিলাম যাতে কোন শিক্ষার্থী নির্যাতনের শিকার না হয়। তারই পরিপ্রেক্ষিতে এদিন বিকেল বেলায় র‍্যাগিং্যের প্রতিবাদে একটি কমিটি গঠন করে। যার প্রেক্ষিতে আমরা মনে করি এই ক্যাম্পাসে এবং বাসের মধ্যে র্যাগিয়ের কোনো অভিযোগ আসবে না।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর