চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের সংযম প্রদর্শনের নির্দেশ জবি প্রশাসনের

, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-11-25 19:16:17

ঢাকার বিভিন্ন কলেজে উদ্ভুত চলমান অরাজক পরিস্থিতিতে শিক্ষার্থীদের সংযম প্রদর্শন করার নির্দেশনা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৫ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মুহাম্মদ তাজাম্মুল হক স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, বিগত কয়েক দিনে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষ এবং উসকানিমূলক পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নিজেদেরকে না জড়িয়ে অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়।

নোটিশে আরো উল্লেখ করা হয়, "স্মরণে রাখা প্রয়োজন 'স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।" এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যেকোনো ধরনের পরিস্থিতিতে সংযম প্রদর্শন করার নির্দেশনা প্রদান করা হলো।

প্রসঙ্গত, পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিত হাওলাদার ভুল চিকিৎসায় মারা যাওয়ার অভিযোগে বিচারের দাবিতে ঘটনার দুদিন পর তার সহপাঠীরা ন্যাশনাল মেডিকেল কলেজে প্রতিবাদ জানাতে আসলে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীসহ স্থানীয়রা তাদের ওপর হামলা চালায়। এরপর থেকে এই তিন কলেজের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে।

এ সম্পর্কিত আরও খবর