পিঠার গন্ধে, নাচে-গানে কুবিতে হেমন্ত উদযাপন

, ক্যাম্পাস

কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-11-26 10:04:03

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ও কমিউনিকেশন ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে 'হেমন্ত উৎসব-১৪৩১'।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়।

এই সময় শীতের আমেজে পিঠা উৎসবের সাথে বিভাগটির শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গান, নাচ ও অভিনয়ের মাধ্যমে মাতিয়ে রাখেন পুরো মুক্তমঞ্চ।

অনুষ্ঠানের শেষের দিকে বিভাগটির শিক্ষকরাও গান পরিবেশনা করেন। এসময় বিভাগটির চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম, প্রভাষক জাকিয়া জাহান, বিভাগটির অতিথি শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্য বিভাগের শিক্ষক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভাগটির বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সিগনেচার প্রোগ্রাম এই হেমন্ত উৎসব। গত চার বছর আয়োজনের পর এবার বিভাগটির পঞ্চম ব্যাচ দারুনভাবে অনুষ্ঠানটি আয়োজন করেছে। আশা করি আমাদের এ আয়োজন সামনে আরো দারুন হবে।'

এ সম্পর্কিত আরও খবর