দুর্ঘটনায় নিহত জাবি শিক্ষার্থীর পরিবারের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাক্ষাৎ

, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-11-26 19:44:24

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ব্যাটারি চালিত রিকশা দুর্ঘটনায় নিহত বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের মার্কেটিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী আফসানা করিমের পরিবারের সদস্যরা সাথে সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান৷

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান তার নিজ কার্যালয়ে রাচির পরিবারের সাথে সাক্ষাৎ করেন৷

এসময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান আফসানা করিমের বাবা রেজাউল করিম, মা কিছমত আরা বেগম এবং তার দুই বোনকে সান্ত্বনা দেন এবং সমবেদনা প্রকাশ করেন।

উপ-উপাচার্য (শিক্ষা) আফসানা করিমের মৃত্যু পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ তাদেরকে অবহিত করেন। আফসানা করিমের বাবা রেজাউল করিম ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান।

এসময় আফসানা করিম রাচির বাবা রেজাউল করিম, নিহত রাচির স্মৃতি রক্ষার্থে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী স্মৃতিফলক স্থাপন এবং এ সম্পর্কিত উদ্যোগসমূহ বাস্তবায়নের অনুরোধ জানান। উপ-উপাচার্য (শিক্ষা) আফসানা করিমের স্মৃতি রক্ষার্থে এবং ক্যাম্পাসে দুর্ঘটনা রোধে সম্ভব সব ধরনের পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব উপস্থিত ছিলেন৷ এছাড়াও সাক্ষাৎকালে আফসানা করিমের কয়েকজন সহপাঠী উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর