চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে সেটি রংপুরের মর্ডান মোড় হয়ে পুনরায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এসে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা 'উগ্রবাদের ঠিকানা, এই বাংলায় হবে না', 'ইসকন আর সনাতন, এক নয় এক নয়', 'হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ সমাবেশে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকের হোসেন পাশা বলেন, একটি কুচক্রী মহল ভারতের দালালি করে বেড়াচ্ছে তারা ভারতের ইন্ধনে আমাদের শান্তিপূর্ণ দেশকে বিশৃংখল করার পায়তারা করছে। ইসকন একটি জঙ্গি সংগঠন পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো এদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়। তারা যদি ধর্মীয় স্বার্থেই প্রতিষ্ঠিত হতো তাহলে তাদের নেতা কে চট্টগ্রামে গ্রেফতারের পর শান্তিপূর্ণ সমাবেশ করতে পারত কিন্তু তারা তা না করে আমাদের ভাইকে (সাইফুল) নির্মমভাবে হত্যা করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীর রহমত আলী বলেন, বাংলাদেশের সকল ধর্ম বর্ণের মানুষ সহঅবস্থানে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। কিন্তু গত কয়েকদিন যাবত ইসকন নামে এই সংগঠন যে কর্মকান্ড করেছে। তাতে তারা প্রমাণ করেছে তারা একটি উগ্রবাদী সংগঠন। তারা বাংলাদেশের সম্প্রীতিকে নষ্ট করতে চায় এবং ভারতের কুচক্র বাস্তবায়ন করতে চায়। তাদের এই পরিকল্পনা বাংলাদেশের ছাত্রসমাজ কখনোই হতে দিবে না। আমরা চাই দ্রুত এ সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং তাদেরকে আইনের আওতায় হোক। তাদেরকে ছাড় দেওয়া হলে ছাত্রসমাজ কোনভাবেই তা মেনে নিবে না।
উল্লেখ্য, সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।