ডাকসু নির্বাচনে অংশ নেবে অনাবাসিক শিক্ষার্থীরা

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-11 03:51:54

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নেবে অনাবাসিক শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এই কথা জানান তারা। ডাকসু উপলক্ষে বাস রুটের শিক্ষার্থীদের মতবিনিময় ও অবস্থান জানাতে 'সম্মিলিত বাস রুট, ঢাকা বিশ্ববিদ্যালয়' ব্যানারে সংবাদ সম্মেলন করেন কিছু অনাবাসিক শিক্ষার্থী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ফাল্গুনী বাসের সভাপতি নুর মোহাম্মদ বাপ্পী। লিখিত বক্তব্যে তিনি বলেন, 'ডাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে কৃত্রিম বিভেদ সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি অভিন্ন ও ঐক্যবদ্ধ পরিবার। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, অনাবাসিক শিক্ষার্থীদের নির্ভয়ে-নিঃশঙ্ক চিত্তে, আনন্দময়ভাবে হলে ভোটদানের পরিবেশ আছে। আমরা জোরালোভাবে যে বিষয়টি উত্থাপন করতে চাই সেটি হলো বিশ্ববিদ্যালয়ের পরিবহন সমস্যার স্থায়ী ও যুগোপযোগী সমাধান করতে হবে।'

ডাকসু নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্ষণিকা বাসের সাধারণ সম্পাদক আরিফ মাহমুদ বলেন, 'আমরা নির্বাচনে অংশ নেব। আমাদের দাবি-দাওয়ার সাথে যারা একমত পোষণ করবে তাদের সাথে প্যানেলে যাব।'

তাদের দাবিগুলো হলো- বাস ও বাসের রুট বৃদ্ধি করা, বাসের শেষ ট্রিপ লাইব্রেরি বন্ধের সাথে সমন্বয় করা, বাস রুটগুলোতে ওয়াই-ফাই সুবিধা চালু করা এবং বিআরটিসির পক্ষ থেকে দক্ষ ড্রাইভার ও হেলপার নিয়োগ দেওয়া।

এ সম্পর্কিত আরও খবর