চারতলা থেকে পানির ট্যাংক পড়ে ৩ শিক্ষার্থী আহত

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 03:44:25

ক্লাস শেষে একাডেমিক ভবনের নিচে সহপাঠিদের সাথে দাঁড়িয়ে গল্প করছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নাসরিন, রুমি ও সুলতান মাহমুদ। 

হঠাৎ চারতলা থেকে তাদের ওপর একটি পানির ট্যাংক আঁচড়ে পড়ে। সঙ্গে সঙ্গেই আঘাতপ্রাপ্ত নাসরিন, রুমি আর সুলতান মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের নিচে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুলতান মাহমুদ, রুমী ও নাসরিন একাডেমিক ভবনের নিচে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঐ ভবনের চারতলা থেকে একটি পানির ট্যাংক তাদের ওপর পড়ে। এতে গুরুতর আহত হন তারা। সেখান থেকে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর তারিকুল ইসলাম। তিনি জানান, একাডেমিক ভবনের ওপর পানির ট্যাংক পরিষ্কার করছিলেন শ্রমিকরা। এ সময় অসাবধানতাবশত চারতলা থেকে পানির ট্যাংকটি নিচে পড়ে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর