রাবিতে শেষ হলো জাতীয় বিতর্ক উৎসব

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 15:30:50

‘শুদ্ধ চয়নে আলোকিত হোক যুক্তির মিছিল’ এ স্লোগানকে সামনে রেখে শেষ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হওয়া ন্যাচুরা-প্রথম আলো জাতীয় বিতর্ক উৎসব-২০১৯।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম (বিএফডিএফ) আয়োজিত এ বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়।

বিতর্ক উৎসবে আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল (বুটেক্স) ডিবেটিং সোসাইটি চ্যাম্পিয়ন ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি রানার আপ, আন্তঃকলেজ পর্যায়ে রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন ও রাজশাহী কলেজ রানার আপ এবং আন্তঃস্কুল পর্যায়ে রাজশাহীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন ও রাজশাহী কলেজিয়েট স্কুল রানার আপ হয়েছে।

প্রতিযোগিতায় আন্তঃস্কুল পর্যায়ে রাজশাহীর শিরোইল সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মারুফ, আন্তঃকলেজ পর্যায়ে রাজশাহী কলেজের শিক্ষার্থী কামরুল এবং আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে বুটেক্সের শিক্ষার্থী নাইম সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘বিতর্ক চর্চাকারীরা কেবল পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ থাকে না। বিতর্কের স্বার্থেই তাদের অনেক বিষয়ে জ্ঞান আহরণ করতে হয়। এ আয়োজনের জন্য বিএফডিএফকে ধন্যবাদ জানাই। তারা হয়তো আগামীতে জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক আয়োজন করতে সমর্থ হবে।’

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ রবিউল ইসলাম, বিশেষ অতিথি সংগঠনের উপদেষ্টা অধ্যাপক শাহ আজম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ মিশু, প্রতিষ্ঠাকালীন প্রধান নির্বাহী সদস্য কামরুল হাসান ও বর্তমান প্রধান নির্বাহী সদস্য আবু ইউসুফ প্রমুখ।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। আন্তঃস্কুল পর্যায়ে রাজশাহী শহরের বিভিন্ন স্কুল থেকে ২৪টি দল, আন্তঃকলেজ পর্যায়ে রাজশাহী জেলার বিভিন্ন কলেজ থেকে ১৬টি দল ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩২টি দল অংশগ্রহণ করে।

এ সম্পর্কিত আরও খবর