জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু আজ, আসন সংকটে শিক্ষার্থীরা

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2023-08-31 05:23:12

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। কিন্তু খাতা কলমে আবাসিক থাকলেও বাস্তবে চিত্র ভিন্ন। সেশনজট আর রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ছাত্রজীবন শেষ হওয়ার পরও হলের আসন দখল করে রাখায় বিশ্ববিদ্যালয়ের ‘সম্পূর্ণ আবাসিক’তকমাটি যেন হারাতে বসেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ (৪৮ব্যাচের) ক্লাস শুরু আজ রোববার (২৪ ফেব্রুয়ারি)। কিন্ত আসন জটিলতায় দেরিতে হল বরাদ্দ হলেও হলগুলোতে নেই থাকার জায়গা।

এদিকে ক্লাস শুরুর আগের দিন ও হল বরাদ্দ না দেওয়াতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা দেখা যায়। এছাড়া ক্লাস শুরুর আগের দিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের অবস্থান করতে দেখা যায়।

পরবর্তীতে তোপের মুখে তড়িঘড়ি করে বেলা ৩টার দিকে হল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু হল বরাদ্দ হলেও নেই থাকার জায়গা। অধিকাংশ হলগুলোতে দেখা গেছে গণরুমগুলোতেও নেই নতুন শিক্ষার্থীদের থাকার জায়গা।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক শিক্ষার্থীর অভিভাবক বার্তা২৪.কমকে বলেন, ‘আমার ছেলেকে নিয়ে বরিশাল থেকে গতকাল রাতে বের হয়েছি। সকাল ৮টা থেকে রেজিস্ট্রার বিল্ডিং এ বসে ছিলাম। কিন্তু প্রশাসনের হল বরাদ্দ দেওয়ার কোনো অবস্থা দেখছিলাম না। তড়িঘড়ি করে হল বরাদ্দ দিয়েছে, এখন দেখছি সেখানে জায়গা নাই। শুনেছি এটা নাকি সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় কিন্তু এসে দেখছি উল্টোটা।’

অন্যদিকে শিক্ষার্থীদের এমন ভোগান্তীর কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের খামখেয়ালিপনা বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মোহাম্মদ দিদার। এ বিষয়ে বার্তা২৪.কমকে তিনি বলেন, ‘প্রশাসন চাইলে হল বরাদ্দ দুই দিন আগেই দিতে পারতো, তাহলে আজকে অভিভাবক ও শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হতো না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বার্তা২৪.কমকে বলেন, ‘আমরা হল বরাদ্দ দিয়ে দিয়েছি। কিন্তু যেহেতু হলের গণরুমগুলোতেও সংকট আছে। সেক্ষেত্রে আমরা বিকল্প ব্যবস্থা ভাবছি। খুব শীঘ্রই একটা সমাধান করতে পারবো বলে আশা করছি।’

এ সম্পর্কিত আরও খবর