জগন্নাথসহ মেয়েদের কোনো হলেই প্রার্থী নেই ছাত্রদলের

বিবিধ, ক্যাম্পাস

সোহানুর রহমান, ঢাবি করেসপনডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 10:15:45

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে চূড়ান্ত প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্র সংসদ ও ১২টি হল সংসদের জন্য মনোনয়নের জন্য প্রার্থী ঘোষণা করলেও জগন্নাথ হলসহ মেয়েদের কোনো হলেও প্রার্থী দিতে পারেনি ছাত্রদল।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদারসহ অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জগন্নাথ হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, রোকেয়া হল, শামসুন্নাহার হল, সুফিয়া কামাল হল ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে যথাযথ নেতাকর্মীর অভাবে প্রার্থী দিতে পারেনি ছাত্রদল। তবে ছাত্রদলের দাবি, আবাসিক হলে অবস্থানকারী ছাত্রদলের অনেক নেতাকর্মী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেও ছাত্রলীগের হুমকির ভয়ে মনোনয়ন পত্র জমা দেয়নি তারা। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই দায়ী করছে ছাত্রদল।

মেয়েদের হলে প্রার্থী দিতে না পারার কারণ জানতে চাইলে আবুল বাশার সিদ্দিকী বার্তা ২৪ কে বলেন, 'ঐ হলগুলোতে যে আমাদের নেতাকর্মীর অভাব তা কিন্তু নয়। আমাদের অনেক নেতাকর্মী দলীয় মনোনয়ন নিয়েছিলেন। কিন্তু মেয়েদের মধ্যে যারা হলে থাকেন তারা প্রকাশ্যে ছাত্রদল করতে নিরাপত্তা বোধ করেন না। এছাড়া, তাদেরকে হল থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। তাই আমরা ঐ হলগুলোতে প্রার্থী দিতে পারিনি।'

জগন্নাথ হলে প্রার্থী দিতে না পারার কারণ জানতে চাইলে তিনি বলেন, 'জগন্নাথ হলে আমাদের যেসব নেতাকর্মী রয়েছেন তাদের এমন হুমকিও দেওয়া হয়েছে যে কেউ মনোনয়ন নিলে তাকে মেরে হলের গেইটে ঝুলিয়ে রাখা হবে।'

শেষবার ছাত্রদলের ছেলেদের আবাসিক হলগুলোর কমিটি ২০১৬ সালে গঠিত হলেও ২০০৫ সালে শেষবারের মতো মেয়েদের হলগুলোতে ছাত্রদলের কমিটি গঠিত হয়েছিল। এতদিনে কোনো কমিটি না হওয়ার জন্যই ছাত্রদল নেতাকর্মীর অভাবে প্রার্থী দিতে পারেনি কিনা জানতে চাইলে বাশার বলেন, 'আপনারা তো বোঝেন গ্রাম থেকে এসে অনেকেই ছাত্রদল করতে নিরাপত্তা বোধ করে না। এরপরেও যারা ছাত্রদল করে তাদের অনেকেই হুমকির ভয়ে মনোনয়ন নেয়নি।'

এই পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করে বাশার বলেন, 'আজকে আমাদের এই অবস্থা এবং প্রার্থী দিতে না পারার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী। আমারা আগেই বলেছি, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ক্যাম্পাসের পাশাপাশি হলগুলোতে সহাবস্থান নিশ্চিত করতে হবে। কিন্তু প্রশাসন তা করেনি।'

হলগুলোতে সহাবস্থান নিশ্চিত করার বিষয়ে প্রশাসন ব্যর্থ কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বার্তা২৪.কম-কে বলেন, 'প্রশাসন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করেছে। কে প্রার্থী দিতে পারল না পারল সেটা প্রশাসনের দেখার বিষয় নয়। তারা অন্য হলগুলোতে প্রার্থী দিতে পেরেছে কিন্তু ৬টি হলে দিতে পারেনি এটা তাদের ব্যর্থতা।'

ছাত্রদলের দাবিকে অস্বীকার করে প্রক্টর বলেন, 'এটা নিজেদের ব্যর্থতা প্রশাসনের ঘাড়ে চাপিয়ে দিয়ে ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টি করার একটা পায়তারা।'

এ সম্পর্কিত আরও খবর