নেতৃত্বহীন জবি ছাত্রলীগ

বিবিধ, ক্যাম্পাস

নিজাম উদ্দিন শামীম, জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 03:33:51

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কমিটি বিলুপ্ত করার পর থেকে নেতৃত্বহীন রয়েছে জবি ছাত্রলীগ। কমিটি না থাকায় কর্মীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছেন। ফলে ক্যাম্পাসে নতুন নতুন পদপ্রত্যাশীদের আগমন ঘটেছে।

নতুন কমিটিতে স্থান পেতে মরিয়া স্থগিত হওয়া কমিটির নেতারাও। কেউ কেউ দলের কেন্দ্রীয় নেতাদের সাথেও লবিং শুরু করেছেন।

২০১৭ সালে ৩৯ সদস্যের জবি ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। কিন্তু এ কমিটির নেতাদের বিরুদ্ধে শুরু থেকেই চাঁদাবাজী, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ ওঠে।

আগের কমিটিগুলো সম্মেলনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করলেও নানা অভিযোগের মুখে সম্প্রতি এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ফলে বর্তমানে নেতৃত্বহীন রয়েছে জবি ছাত্রলীগ।

জবির ছাত্রলীগ কর্মীরা অবিলম্বে কমিটি ঘোষণার দাবি জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের অধিকার নিয়ে কথা বলার মতো একমাত্র সক্রিয় সংগঠন ছাত্রলীগ। তাই শিক্ষার্থীদের স্বার্থে অবিলম্বে কমিটি ঘোষণা করে নেতৃত্ব সংকট পূরণ করা হোক।

এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি বার্তা২৪.কমকে বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য অবিলম্বে সৎ, দক্ষ ও সৃজনশীল নেতৃত্ব ঘোষণা করা হবে।’

এ সম্পর্কিত আরও খবর