নুরু-রাশেদ-ফারুক প্যানেলকে ছাত্রশিবিরের 'সমর্থন'

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-09-01 16:41:44

ডাকসু নির্বাচনে কোটা সংস্কার আন্দোলনকারীদের 'বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ'র নুর-রাশেদ-ফারুক প্যানেলকে ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্র শিবির সমর্থন জানিয়েছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুঞ্জন উঠেছে।

রোববার (১০ মার্চ) সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তি এই সমর্থন জানায় সংগঠনটি। সমর্থন জানানো বিজ্ঞপ্তি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধমে  ভাইরাল হয়ে গেছে। ছাত্রশিবির সমর্থনের বিষয়টিকে অস্বীকার করেছেন প্যানেলের ভিপি প্রার্থী নুরুল হক নুর।

জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে অনেকদিন ধরে ছাত্র শিবির নেতাকর্মীদের সম্পৃক্ততা থাকারও অভিযোগ উঠেছিল। কিন্তু সেই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে আসছিল কোটা আন্দোলন কারী নেতারা। এছাড়াও কোটা আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে ঘুরিয়ে দিতে জামায়াতের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও উঠেছিল তাদের বিরুদ্ধে। কিন্তু সংগঠনটি বরাবরই এইসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন গণমাধ্যমে।

তবে ছাত্রশিবির ও জামায়াতের অর্থায়নের অভিযোগের বিষয় জানতে চাইলে কোটা আন্দোলনকারী নেতা নুরুল ইসলাম নুর (ডাকসু’র ভিপি প্রার্থী) বার্তা২৪.কম-কে বলেন, 'কাউকে চোর বলে তো চোর না। তার বিরুদ্ধে প্রমাণ উপস্থাপন করতে হবে। এরপর যদি কেউ প্রমাণ দেখাতে পারলে যেকোনো ধরনের বিচার মাথা পেতে নেব।'

ভাইরাল হওয়ার বিষয়টিকে ভিত্তিহীন ও সাজানো নাটক বলে দাবি করেন প্যানেলের ভিপি প্রার্থী নুর।

নুর সাংবাদিকদের বলেন, 'যখন থেকে আমরা কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হয়েছি ঠিক তখন থেকে আওয়ামী লীগ ও তার ছাত্র সংগঠন আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। তারা বলেছিল, কোট সংস্কার আন্দোলন জামাত শিবিরের উস্কানিমূলক একটি আন্দোলন। এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। ষড়যন্ত্রের নতুন জাল বুনছে।'

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার এই বিজ্ঞপ্তিটি ছাত্রশিবিরের দফতর সম্পাদক সাইফুল ইসলামের স্বাক্ষর রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'প্রতিষ্ঠার পর থেকেই ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। ছাত্র সমাজের ভোটে ভিপি, জিএস, এজিএসহ বিভিন্ন পদে বিপুল ভোটে বিজয় লাভ করেছে। ১৯৭৯ সালে তাহের-কাদের পরিষদ, ১৯৮০ ও ৮২ সালে এনাম-কাদের পরিষদ, ১৯৮৯ সালে সামসুল-আমিন পরিষদ এবং ১৯৯০ সালে আমিন-মুজিব পরিষদ নিয়ে ডাকসুর প্রতিটি নির্বাচনে ছাত্রশিবির অংশগ্রহণ করে এবং বিভিন্ন পদে বিজয় লাভ করে। এবারের ডাকসু নির্বাচনে আমাদের সরাসরি কোনো প্রার্থী না থাকায় আমরা সাধারণ ছাত্র সমাজের প্রতিনিধি নুর-রাশেদ-ফারুক প্যানেলের প্রতি আমাদের পূর্ণ আস্থা ও সমর্থন জ্ঞাপন করছি।'

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রশিবিরের সকল নেতাকর্মীদের ছাত্রশিবির নুর-রাশেদ-ফারুক প্যানেলের পাশে থাকার আহ্বান জানানো হচ্ছে। অতীতের ধারবাহিকতায় এবারের ডাকসু নির্বাচনেও সমর্থিত ছাত্র সমাজ বিজয় লাভ করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।'

এ সম্পর্কিত আরও খবর