ডাকসু নির্বাচন: অভিযোগের মধ্য দিয়ে চলছে ভোট গ্রহণ

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-26 20:45:25

দীর্ঘ ২৮ বছর পর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে।

আর দীর্ঘদিন পরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মাঝে বিপুল উৎসাহ দেখা যায়। তবে দীর্ঘদিনের অপেক্ষার পর ডাকসুর নির্বাচনকে নিয়ে শিক্ষার্থীদের যেমন আকাশচুম্বী উৎসাহ রয়েছে এক সঙ্গে ভোট গ্রহণ শুরুর পর থেকে উঠছে নানা অভিযোগ।

নানা অভিযোগের কারণে সকাল সাড়ে ৯টায় বন্ধ করে দেওয়া হয় কুয়েত মৈত্রী হলের ভোট গ্রহণ। তবে প্রশাসনের হস্তক্ষেপে হলটিতে আবার ভোট চালু হয়েছে।

এদিকে বেলা সোয়া ১২টার দিকে রোকেয়া হলেও ভোট বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। এই হলে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

সোমবার (১১ মার্চ) সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ঢাবির বেশ কয়েকটি হলের ভোট কেন্দ্র ঘুরে প্রার্থী ও ভোটারদের সঙ্গে কথা বলে এসব কথা জানা গেছে।

ভোটারদের অনেকে অভিযোগ করে জানিয়েছেন, সকাল ৮থেকে ডাকসুর ভোট গ্রহণ শুরু হলেও অনেক হলেই এক ঘণ্টা দেরিতে ভোট শুরু হয়। এছাড়া ধীরগতিতে ভোট গ্রহণ চলছে বলেও অনেক অভিযোগ করছেন। যার কারণে শুরু থেকেই লম্বা লাইন সৃষ্টি হচ্ছে। ফলে অনেক হলের শিক্ষার্থীরাই ভোটের অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করেন।

তবে এসব অভিযোগের বিষয়ে বিভিন্ন প্যানেলের প্রার্থী এবং ভোটাররা নানাভাবে কথা বলছেন। অনেক ভোটাররা বলছেন, ভোট সুষ্ঠুভাবে চলছে আবার অনেকে বলছেন ভোটে অনিয়ম চলছে।

ভোটাররা জানান, ছাত্রলীগের নেতৃবৃন্দ নিজেদের কর্মীদের দিয়ে কৃত্রিম লাইন তৈরি করে অযথা সময় ক্ষেপণ করছেন। আবার অনেক অনাবাসিক শিক্ষার্থী অভিযোগ করছেন, ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের হলের ভেতরেই প্রবেশ করতে দিচ্ছেন না।

এ বিষয়ে রোকেয়া হলের শিক্ষার্থী অপর্ণা মজুমদার বার্তা২৪.কম-কে বলেন, 'আমাদের হলে প্রায় সাড়ে ৪ হাজার ভোটার। বেশি ভোটার হওয়ায় লাইন ধীরে ধীরে এগোচ্ছে। সার্বিক অবস্থা বিবেচনা করলে বলা যায় ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছে।'

রোকেয়া হলের আরেক শিক্ষার্থী সায়েমা কানিজ বার্তা২৪.কম-কে বলেন, 'দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি ভোট দেওয়ার জন্য। কিন্তু লাইন এগোচ্ছে না। দুই ঘণ্টা দাঁড়িয়েও ভোট দিতে পারছি না। অনেকেই বলাবলি করছে ভেতরে নাকি সমস্যা হয়েছে।'

এ বিষয়ে প্রগতিশীল ছাত্র ঐক্যের ভিপি প্রার্থী লিটন নন্দী বার্তা২৪.কম-কে বলেন, 'ভোটের পরিবেশ খুব বাজে। আমরা হয়তো ভোটে থাকতে পারব না। আমরা এখন এ বিষয়ে সিদ্ধান্ত নিব।'

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমর্থিত প্যানেলের প্রার্থী নুরুল হক নুর বার্তা২৪.কম-কে বলেন, 'কোনোভাবেই ভোট সুষ্ঠু হচ্ছে না। আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সবাই মিলে বসব।'

অন্যদিকে এ বিষয়ে শামসুন্নাহার হলের ভিপি প্রার্থী মানসুরা আক্তার বার্তা২৪.কম-কে বলেন, 'নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোনো ধরনের অভিযোগ নেই আমাদের। ভোটাররাও সুন্দরভাবে ভোট দিতে পারছেন।'

এ সম্পর্কিত আরও খবর