ডাকসু: ভোট বাতিলের দাবিতে বিক্ষোভ

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 18:32:33

ভোট জালিয়াতি ও হামলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বাতিল করে পুনরায় ভোটগ্রহণের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করছে ছাত্রদল, প্রগতিশীল ছাত্র ঐক্য, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদসহ পাঁচটি প্যানেলের নেতাকর্মীরা।

সোমবার (১১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেয় প্যানেলগুলোর নেতারা। ভোট বর্জন করা অন্য প্যানেলগুলো হল ছাত্র ফেডারেশন ও স্বাধীকার স্বতন্ত্র পরিষদ।

পরে মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে ভিসি চত্বর ঘুরে টিএসসি হয়ে কার্জন হলের দিক যান ভোট বর্জনকারী প্যানেলের নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা আলাদা মিছিল বের করেন।

মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে পুনরায় টিএসসির রাজু ভাস্কর্যে অবস্থান নেন প্রগতিশীল ছাত্র ঐক্য, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদসহ চারটি প্যানেলের নেতাকর্মীরা।

অন্যদিকে ক্যাম্পাসে বিভিন্ন রাস্তায় মিছিল করছে ছাত্রদল। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়ে স্লোগান দেয়।

এ সম্পর্কিত আরও খবর