ডাকসু: ভিসির বাড়ির সামনে ভোট বর্জনকারীরা

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 00:10:02

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের পুনর্নির্বাচনের দাবিতে উপাচার্যের (ভিসি) বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন ভোট বর্জনকারীরা।

ভোট বর্জন করে ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে পৃথক মিছিল নিয়ে সোমবার (১১ মার্চ) দুপুরে ভিসি চত্বরে জড়ো হন ছাত্রদল, প্রগতিশীল ছাত্র ঐক্য, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, ছাত্র ফেডারেশন ও স্বাধীকার স্বতন্ত্র পরিষদের নেতাকর্মীরা।

ভোট বর্জনের পর মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি মলচত্বর হয়ে ভিসি চত্বরের দিকে যায়।

এদিকে, রাজু ভাস্কর্যে অবস্থান নেয় বামজোট, কোটা সংস্কার আন্দোলনকারী ও স্বতন্ত্র প্যানেলের নেতাকর্মীরা। সেখান থেকে তারা ভিসির বাড়ির সামনে আসেন।

ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের পদত্যাগের দাবি জানান এসব সংগঠনের নেতাকর্মীরা। নিরপেক্ষ শিক্ষকদের নিয়ে অবিলম্বে ডাকসুর পুনর্নির্বাচন আয়োজন করার দাবি জানান তারা।

আরও পড়ুন: ডাকসু: ছাত্রদলসহ ৫ প্যানেলের ভোট বর্জন

আরও পড়ুন: ডাকসু: ভোট বাতিলের দাবিতে বিক্ষোভ

এ সম্পর্কিত আরও খবর