নুর রাণীক্ষেত রোগীর মতো মাথা ঘুরে পড়ে: গোলাম রাব্বানী

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 20:23:25

বাংলাদেশ সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদের নেতা ও ডাকসুর ভিপি প্রার্থী নুরুল ইসলাম নূর রাণীক্ষেত রোগীর মতো পানি খাওয়ার পর মাথা ঘুরিয়ে পড়ে যান বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস প্রার্থী গোলাম রাব্বানী।

সোমবার (১১ মার্চ) দুপুরে নুরের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন গোলাম রাব্বানী।

এর আগে দুপুরে রোকেয়া হলে বাক্সভর্তি ব্যালট পেপার উদ্ধারের সময় ছাত্রলীগ নেতাকর্মীদের মারধরের শিকার হন নুর। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

গোলাম রাব্বানী বলেন, ‘আপনারা ডিভিও দেখেন নুরুর ওপর কেউ হামলা করেনি। সে পানি খাওয়ার পর রাণীক্ষেত রোগীর মতো মাথা ঘুরে পড়ে যায়।‘

তিনি বলেন, ‘পরাজয় নিশ্চিত জেনে ছাত্রসংগঠনগুলো ভোট বর্জন করে এবং বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য তারা নানা ধরনের নাটক মঞ্চস্থ করে।’

‘কুয়েত মৈত্রী হলে সিল মারা ব্যালট যেগুলো পাওয়া গেছে, সেগুলো সাদাকালো, সেগুলো দিয়ে একটা নাটক করা হলো। সেগুলো কিন্তু অরিজিনাল না।’

ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, 'এর পরও যখন তারা দেখছিল ভোটে পরাজয় নিশ্চিত, তখন তারা এই বর্জনের ঘোষণা দেয়। এর সাথে কোটা আন্দোলন ও নিরাপদ সড়কের আন্দোলনে যেভাবে অস্থিতিশীল ও গুজব ছড়ানোর চেষ্টা করেছিল, ঠিক একই ঘটনা ঘটেছে।'

এ সম্পর্কিত আরও খবর