ডাকসুর ভিপি থাকছে মুহসীন হলেই

বিবিধ, ক্যাম্পাস

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 13:47:03

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ডাকসুর কেন্দ্রীয় অন্যান্য পদে তেমন প্রতিযোগিতার আভাস পাওয়া না গেলেও হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে সহ-সভাপতি (ভিপি) পদে। ভিপি পদের দুই জনই একই হলের শিক্ষার্থী।

সোমবার (১১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ভোটে পাল্লা দিয়ে লড়ছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেলের ভিপি প্রার্থী নুরুল হক নুর ও ছাত্রলীগে সম্মিলিত শিক্ষার্থী পরিষদের প্যানেল থেকে ভিপি প্রার্থী রেজোয়ানুল হক চৌধুরী শোভন।

নুরুল হক নুর ও রেজোয়ানুল হক চৌধুরী দুজনই বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক ছাত্র।

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলেই ভোটগ্রহণ শেষ এবং হল সংসদের ফলাফলও ঘোষণা করা হয়েছে। এখন চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা।

হল সংসদে ১২টিতে ছাত্রলীগ জয় পেলেও হেরে গেছে ৬টিতে। এগুলোতে জয় পেয়েছে স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা।

ভোট গণনায় কয়েকটি হলে নুরুল হক নুর এগিয়ে ছিলেন বলে জানা যায়। আবার কয়েকটি হলে এগিয়ে ছিলেন ছাত্রলীগ সভাপতি শোভন। তবে সকল হল সংসদের ভোট এক সাথে গণনা করেই চূড়ান্ত ফলাফল ঘোষণা দেবে প্রশাসন।

এর আগে সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বাংলাদেশ কুয়েত মৈত্রী ও রোকেয়া হল বাদে সবকটি হলে ঠিক সময়েই ভোট শুরু হয়।

ভোট শুরুর আগেই ব্যালট বাক্সে সিল মারা ব্যালট পেপার পাওয়ার ঘটনায় কুয়েত মৈত্রী হলের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। পরে তিন ঘণ্টা অতিবাহিত হওয়ার পরে আবার ভোটগ্রহণ শুরু হয় হলটিতে।

অপরদিকে ভোটে কারচুপির আশঙ্কায় সাধারণ শিক্ষার্থীদের আপত্তির মুখে এক ঘণ্টা পরে ভোটগ্রহণ শুরু হয় রোকেয়া হলে।

এ সম্পর্কিত আরও খবর