ঢাবির টিএসসি সংস্কারের উদ্যোগ

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 02:53:51

আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে নতুন রূপে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়াম উপহার পেতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা৷ টিএসসির ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়েছে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

বুধবার (১৩ মার্চ) অ্যালামনাইয়ের নেতৃবৃন্দ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নব নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার টিএসসির সংস্কার কাজ পরিদর্শন করেন। এ সময় কাজের তদারকিও করেন তারা।

বার্তা২৪.কমকে আসিফ তালুকদার বলেন, আমি আমার অভিজ্ঞতার আলোকে টিএসসির অডিটোরিয়ামের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করেছি৷ তারাও (অ্যালামনাই অ্যাসোসিয়েশন) গুরুত্ব শুনে আশ্বস্থ করেছেন।অডিটোরিয়ামের ভেতরে এবং বাইরের সার্বিক সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে৷

উল্লেখ্য, ঢাবির সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ তালুকদার ডাকসু নির্বাচনে প্রায় ১১ হাজার ভোট পেয়ে সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন।

এ সম্পর্কিত আরও খবর