সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি ঢাবি শিক্ষার্থীদের

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 18:55:08

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।

সোমবার সকাল সাড়ে ১১টায় রাজু ভাস্কর্যের পাদদেশে তারা বিক্ষোভ সমাবেশ করেন। এ সময়, ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানান তারা।

সমাবেশে শিক্ষার্থীরা জানায়, দ্রুত অধিভুক্তি বাতিল করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তার ভুল সিদ্ধান্ত উঠিয়ে নিতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনকারীদের মুখপাত্র থিয়েটার অ্যান্ড পারমফমেন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আহমেদ শরীফ তায়িফ বলেন, আমাদের এ আন্দোলন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে নয়। বরং আমাদের আন্দোলন প্রশাসনের একটি ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে। অধিভুক্তির ফলে সাত কলেজের দুই  লাখ ৬৭ হাজার শিক্ষার্থীর মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও ক্যারিয়ার ঝুঁকিতে পড়েছে। অধিভুক্তির ফলে আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য আজ হুমকির মুখে।

অধিভুক্তির ফলে খুবই বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে জানান আন্দোলনকারীরা।

সংক্ষিপ্ত বক্তব্য শেষে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে উপাচার্য কার্যালয়ে যায় এবং স্মারকলিপি দেন। 

 

এ সম্পর্কিত আরও খবর