ঢাবির ডিন নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ জয়

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 01:25:40

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডিন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের নীল দলের প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ১০টি অনুষদের নয়টিতে তারা জয়ী হয়েছেন। একটিতে জয় পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা প্যানেল।

সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চেীধুরী সিনেট ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

১০টি পদের মধ্যে আটটি অনুষদে নির্বাচন হয়। বাকি দুটো অনুষদে সাদা দলের কোনো প্রার্থী না থাকায় নীল দলের প্যানেলের প্রার্থীরা জয়ী হন। সর্বমোট ১০টির ৯টিতে নীল দলের শিক্ষকরা বিজয়ী হয়েছেন।

নীল দলের নির্বাচিতরা হচ্ছেন, কলা অনুষদে ড. আবু মো. দেলোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদে ড. তোফায়েল আহমদ চৌধুরী, ব্যবসায় শিক্ষা অনুষদে অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. সাদেকা হালিম, জীববিজ্ঞান অনুষদে ড. মো. ইমদাদুল হক, ফার্মেসিতে ড. এস এম আব্দুর রহমান, চারুকলা অনুষদে অধ্যাপক নিসার হোসেন,  আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে  ড. এ এস এম মাকসুদ কামাল ও আইন অনুষদে অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ।

অধ্যাপক মাকসুদ কামাল ও রহমত উল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বীতায় আগেই নির্বাচিত হয়েছেন। এবারসহ মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের চারবারের ডিন নির্বাচিত হলেন।

অন্যদিকে বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের প্যানেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে ড. মো. হাসানুজ্জামান। ফার্মেসি অনুষদে সাদা দলের প্রার্থী ড. মো. সাইফুল ইসলাম, নীল দলের প্রার্থী ড. এস এম আব্দুর রহমানের কাছে এক ভোটে হেরে যান।

 

 

এ সম্পর্কিত আরও খবর