গরমে অতিষ্ঠ হয়ে লুঙ্গি পরে রাবি শিক্ষার্থীদের মিছিল!

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 14:10:41

সূর্যের প্রচণ্ড উত্তাপে স্বস্তি নেই কোথাও। তীব্র গরম আর বৈশাখের কাঠফাটা রোধে অতিষ্ঠ হয়ে হাপিত্যেশ জনজীবন। এমনকি স্বস্তি পাচ্ছে না প্রাণিকুলও। তাই আগুন ঝরা রোধ ও তীব্র গরম থেকে একটু স্বস্তি পেতে লুঙ্গি পড়ে রাস্তায় নেমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এ যেন গরমের বিরুদ্ধে তাদের তীব্র আন্দোলন!

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বর থেকে লুঙ্গি পরে এমনই একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় 'গরমের সঙ্গী, আমাদের লুঙ্গি' ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

আবহাওয়া অফিস বলছে, 'রোববার রাজশাহীতে সারাদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস। আর আজ দুপুরে তা দাড়ায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে।'

মিছিলে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জিন্নাত বলেন, 'গরমে ঘেমে অস্থির। অন্য সময়ের চেয়ে এখন গরম বেশিই পড়ছে। হলে গিয়ে গোসল করে কিছুটা স্বস্তি পেলেও আবার গরম লাগা শুরু হয়। এছাড়া কোথাও কোন বাতাসের ছিটেফোঁটাও নেই।’

মিরাজ নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘অন্যান্য জেলার তুলনায় রাজশাহীতে খুব গরম অনুভূত হয়। আর এই গরমের মধ্যে সকাল থেকে বিকেল পর্যন্ত আমাদের ক্লাস করতে হচ্ছে যা খুবই বিরক্তিকর। এছাড়া মাঝে মাঝে বিদ্যুৎ চলে যায়। ফলে অস্বস্তিতে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের।’

এ সম্পর্কিত আরও খবর