ডুজা'র সাবেক সভাপতি নিটোলকে অবাঞ্ছিত ঘোষণা

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 12:01:00

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাবেক সভাপতি হাসান নিটোলকে সমিতির যাবতীয় কাজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সোমবার (৭ মে) সাংবাদিক সমিতির দফতর সম্পাদক কবির কানন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন চলাকালীন ডুজার সাবেক সভাপতি হাসান নিটোল অনৈতিকভাবে সমিতির নাম ব্যবহার করে একজন ছাত্রনেতার কাছ থেকে এক লাখ টাকা গ্রহণ করেন, যা সমিতির ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। সাংবাদিক সমিতি তার মর্যাদা অক্ষুণ্ন রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। এমতাবস্থায় সমিতির সাধারণ সভায় উপস্থিত সব সদস্যের মতামতের ভিত্তিতে সাংবাদিক সমিতি থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নাম ব্যবহার করে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হলে সমিতি তার দায়ভার গ্রহণ করবে না।

উল্লেখ্য, হাসান নিটোল ডুজার সভাপতি হিসেবে ২০১১ সালে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসে (কারাস) রিসার্চ ফেলো হিসেবে দায়িত্বরত আছেন।

বিজ্ঞপ্তিতে ডুজার ২০১৯ সালের প্রথম সাধারণ সভায় সমিতির বার্ষিক কার্যক্রমের পরিকল্পনা গৃহীত হয়েছে বলেও জানানো হয়।

এ সম্পর্কিত আরও খবর