সুবীর নন্দীর মৃত্যুতে বশেফমুবিপ্রবি উপাচার্যের শোক

বিবিধ, ক্যাম্পাস

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 00:34:53

একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৭ মে) এক শোক বার্তায় তিনি সুবীর নন্দীর আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় তিনি বলেন, সুবীর নন্দী ছিলেন বাংলাদেশের সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুতে জাতি একজন বরেণ্য সংগীত শিল্পীকে হারালো। তার চলে যাওয়ায় বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে। যা কখনও পূরণ হবার নয়। পাঁচবার জাতীয় পুরস্কার বিজয়ী এই গুণী শিল্পীর অবদান বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে।

উল্লেখ্য, সুবীর নন্দী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৭ মে) ভোর ৪টা ২৬ মিনিটে মারা যান। দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদরোগে ভুগছিলেন তিনি।

পরে ১৪ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য গত ৩০ এপ্রিল তাকে সিঙ্গাপুরের হাসপাতালে পাঠানো হয়।

এ সম্পর্কিত আরও খবর