কুবি ছাত্রী হলের সামনে বাইকের গতি বাড়ে বখাটেদের!

, ক্যাম্পাস

কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 14:04:49

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাস সংলগ্ন সড়কে বাস, ট্রাক এবং সিএনজিসহ সব রকমের গাড়ি চলাচল করলেও সেখানে নেই পর্যাপ্ত স্পিড ব্রেকার। ফলে বেপরোয়া গতিতে গাড়ি চালান চালকরা। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

ইতোমধ্যে শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাস সংলগ্ন মহাসড়কে স্পিড ব্রেকার নির্মাণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, উপাচার্যের বাসভবন এবং আবাসিক হলগুলোর সামনে কোনো স্পিড ব্রেকার নেই। তবে কাজী নজরুল ইসলাম হল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে দুটি স্পিড ব্রেকার দিলেও কয়েকদিনের ব্যবধানে তা ভেঙে যায়।

এদিকে মহাসড়কে ঘন ঘন মোড় থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বিভিন্ন দোকান থাকায় শিক্ষার্থীদের সেখানে আসা-যাওয়া করতে হয়। ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

অভিযোগ রয়েছে, কোনো স্পিড ব্রেকার না থাকায় ছাত্রী হলের সামনে এসে বহিরাগতরা বাইকের গতি বাড়িয়ে দেয়। এ সময় ইভটিজিং করলেও ধরা ছোঁয়ার বাইরে থাকে বখাটেরা।

নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের আবাসিক শিক্ষার্থী শাহরীমা আক্তার বার্তা২৪.কমকে বলেন, ‘বহিরাগতরা বাইক নিয়ে এসে ক্যাম্পাসের সামনে এবং ছাত্রীহলের সামনে এসে গতি বাড়িয়ে দেয়। যা খুবই বিরক্তিকর।’

বাংলা বিভাগের শিক্ষার্থী মোস্তফা সাদেক বার্তা২৪.কমকে বলেন, ‘কোনো দুর্ঘটনা না ঘটা পর্যন্ত আমাদের প্রশাসন সব কিছুতেই নীরব থাকে। বেশ কয়েকটি স্থানে স্পিড ব্রেকার অত্যাবশ্যক হলেও তা নেই।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বার্তা২৪.কমকে বলেন, ‘আমি একজন প্রকৌশলীকে দায়িত্ব দিয়েছি। কীভাবে কাজ করলে ভালো হয় সেটি আমাকে জানাবেন তিনি। আশা করছি শিগগিরই এ বিষয়ের সমাধান করতে পারব।’

এ সম্পর্কিত আরও খবর