আগুনে পুড়ল কলসিন্দুর নারী ফুটবলারদের মেডেল-সনদ

, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম | 2023-08-25 11:22:00

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নারী ফুটবলারদের বিদ্যাপীঠ কলসিন্দুর উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজে নারী ফুটবলারদের সনদপত্র, মেডেলসহ প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 

এ ঘটনায় বুধবার (১৫ মে) ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন মিয়া ধোবাউড়া থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ মে) রাত ৮টার দিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন মিয়া বলেন, ‘গত ৬ মে থেকে বিদ্যালয়ে মাহে রমজানের ছুটি চলছে। তবে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস চালু থাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে ক্লাসের জন্য আসা শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশ করে আগুনের ঘটনা টের পায়। পরে তারা অফিস কক্ষে গিয়ে দেখেন মেয়েদের সনদপত্র, মেডেল, রেজ্যুলেশন বই, কারিগরি শাখার কাগজপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘বিদ্যালয়ের প্রধান গেইটে তালা লাগানো ছিল। সম্ভবত ভোররাতে দুর্বৃত্তরা দেয়াল টপকে অফিসে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে।’

এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ মোল্লা বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে সন্দেহভাজন কারও নাম বলা হয়নি। তবে পুলিশ ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে।’

উল্লেখ্য, কলসিন্দুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা তিনবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা গোল্ডকাপ ফুটবলে জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন হয়। ওই শিক্ষার্থীরা পরবর্তীতে উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজে স্কুল শাখায় ভর্তি হয়। বাংলাদেশ নারী দলের কৃতি ফুটবলার মারিয়া মান্দা, মার্জিয়া, তহুরা, সানজিদাসহ ওই প্রতিষ্ঠানের ১৩ শিক্ষার্থী বয়সভিত্তিক জাতীয় দলে নিয়মিত খেলছেন।

 

এ সম্পর্কিত আরও খবর