ঢাবির ৮১০ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 19:07:59

২০১৯-২০ অর্থবছরের জন্য ৮১০ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বুধবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশনে এ বাজেট পেশ করেন কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন।

এতে গবেষণার জন্য বরাদ্দ দেওয়া হয় ৪০ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা। যা মোট বাজেটের পাঁচ দশমিক চার শতাংশ। তবে বাজেটের পরিমাণ নিতান্তই কম বলে মন্তব্য করেছেন কোষাধ্যক্ষ কামাল উদ্দিন।

কোষাধ্যক্ষ বলেন, ‘কমপক্ষে দেড় হাজার কোটি টাকার বাজেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন। স্ট্যান্ডার্ড প্রোডাকশনের জন্য এই ৮০০ কোটি টাকার বাজেট নিতান্তই কম। বর্তমান সরকার বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আন্তরিক। আশা করি, আমরা সামনে আরও বড় বাজেট পাব।’

উপাচার্যের অভিভাষণে সিনেটের চেয়ারম্যান অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘সিনেটের সদস্য সংখ্যা এখন ১০৫। যা ১৯৯৩ সালের পর পূর্ণাঙ্গ সিনেট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জাতির জনকের কন্যা মানবতার মাতা হিসেবে খ্যাত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ প্রদানের মহতী উদ্যোগের জন্য ডাকসু নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিদেশে প্রশিক্ষণ বৃত্তি শীর্ষক একটি উদ্যোগ গ্রহণ করে।দুঃখজনকভাবে পরবর্তী সরকার ২০০৫ সালে তা বন্ধ করে দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'ওভারসিস স্কলারশিপ' শিরোনামে তা পুনরায় চালু করেন।’

বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং নিয়ে তিনি বলেন, ‘প্রকৃত তথ্য না জেনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও র‌্যাংকিং নিয়ে ঢালাওভাবে অনেকেই যেসব মন্তব্য করেন, তা খুবই হতাশাজনক।’

তিনি বলেন, ‘অনেক মানদণ্ডেই ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয় থেকে এগিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় স্বীকৃত জার্নালে গবেষণাপত্র প্রকাশকে উৎসাহিত করে থাকে। শিক্ষকরা তা করেও থাকেন।’

উপাচার্য জানান, ২০২০ মুজিব বর্ষ ও ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন- এ দুটো গুরুত্বপূর্ণ ঘটনাকে অর্থবহ করে রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে থাকবে শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে কিছু উদ্যোগ, গবেষণাগার উন্নয়ন ও ভৌত অবকাঠামো সম্প্রাসারণ, বিশ্ববিদ্যালয়ের সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন, পরিচ্ছন্ন ও নান্দনিক ক্যাম্পাস বিনির্মাণ প্রভৃতি।

২০১৯-২০ অর্থবছরের বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ৬৯৪ কোটি ৬৫ লাখ টাকা ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে ৬৬ কোটি টাকা আসবে। বাজেটে সম্ভাব্য ঘাটতি ধরা হয়েছে ৪৫ কোটি ৭৭ লাখ টাকা।

গত ২০১৮-২০১৯ অর্থবছরে বরাদ্দ ছিল ৭৬১ কোটি ৫৫ লাখ টাকা। সে হিসেবে এ বছর বাজেট বেড়েছে ৬৯ কোটি ২৯ লাখ টাকা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, সিন্ডিকেট সদস্যবৃন্দ, নির্বাচিত রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধিগণ ও পাঁচজন ছাত্রপ্রতিনিধি।

এ সম্পর্কিত আরও খবর