নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার তারুণ্য

বিবিধ, ক্যাম্পাস

ড. মাহফুজ পারভেজ, কন্ট্রিবিউটিং এডিটর, বার্তা২৪.কম | 2023-08-28 11:19:57

ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনায় তরুণ সমাজ ক্ষুব্ধ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে লক্ষ্য করা গেছে নির্যাতন বিরোধী আলাপ। করিডোরে আলোচনা হচ্ছে সাম্প্রতিক নারী হত্যা ও নির্যাতনের ঘটনাগুলো।

চবি শিক্ষার্থীরা মনে করেন, 'শুধু শারীরিকভাবেই নয়, নারীরা মানসিকভাবেও নির্যাতিত হচ্ছেন। নারী নির্যাতন কোনও সভ্য ও উন্নয়নকামী সমাজের বৈশিষ্ট্য হতে পারে।'

তাদের ধারণা, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সচেতনতা তীব্রতর হলে নারীর প্রতি সহিংসতা হ্রাস পাবে। ফলে আইনের পাশাপাশি শিক্ষা ও সচেতনতা বাড়িয়ে নারী নির্যাতনের মতো সামাজিক অনাচার রোধ করার পক্ষে মত দিয়েছে তারুণ্য।

বার্তা২৪. কমকে তারা বলেছেন, নারীর পক্ষে তরুণ জনশক্তিকে এগিয়ে আসতে হবে। নারী নির্যাতককারীদের বিরুদ্ধে তীব্র ঘৃণা, প্রতিরোধ ও জনমত গড়ে তুলতে হবে। আইনগত শাস্তির পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধের মাধ্যমে নারী নির্যাতন ও নারীর বিরুদ্ধে সংহিংসতাকে রুখতে হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মনে করেন, 'তারুণ্য সোচ্চার হলে নারী নির্যাতনের সমস্যা কমে আসবে। নারীর বিরুদ্ধে সন্ত্রাস ও নির্যাতনের বিরুদ্ধে তরুণ সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।'

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক মো. বখতেয়ার উদ্দিন নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার ঘটনা উদ্বেগজনক ভাবে বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে বলেন, 'ধর্মীয় ও নৈতিক শিক্ষা জোরদার করে এ সমস্যার মোকাবেলা করতে হবে।'

বার্তা২৪.কমকে তিনি বলেন, 'সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানকে নারী নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তরু প্রজন্মকেও রাখতে হবে বলিষ্ঠ ভূমিকা।'

বাংলাদেশের মতো একটি দ্রুত উন্নয়নশীল দেশে মধ্যযুগীয়, বর্বর নারী নির্যাতনের মতো কুৎসিত ঘটনাগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের তরুণ সমাজকে সংক্ষুব্ধ করে তুলেছে। তারা মনে করেন, এমন ঘৃণ্য তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো তারুণ্যের কর্তব্য।

নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার তারুণ্য ঐক্যবদ্ধ ভাবে ও সম্মিলিত শক্তিতে এগিয়ে এলে এই সামাজিক সমস্যার মূলোৎপাটন করা সম্ভব হবে বলে বিশেষজ্ঞরা আশা করেন।

এ সম্পর্কিত আরও খবর