জাবিতে দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু রোববার

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-07-21 11:38:20

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের আয়োজনে 'একুশ শতকে দক্ষিণ এশিয়ার শাসন: চ্যালেঞ্জ এবং করনীয় শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন' শুরু হবে রোববার। দুই দিনব্যাপী এ সম্মেলন চলবে আগামী ৭ ও ৮ জুলাই।

শনিবার (৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান।

অধ্যাপক হাসানুজ্জামান জানান, একুশ শতকে দক্ষিণ এশিয়ার শাসন: চ্যালেঞ্জ এবং আমাদের করনীয় কী তার ওপরে এটা প্রথম আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল ও যুক্তরাষ্ট্র থেকে মোট ৩৬ জন বক্তা তাদের গবেষণাপত্র ও বক্তব্য উপস্থাপনা করবেন। সম্মেলনের প্রথম দিন ৬ জন এবং শেষ দিন ৩০ জন গবেষক মোট ৬টি সেশনে তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন। এছাড়া ২৭৫ জন আগ্রহী সম্মেলনে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

তিনি আরও জানান, রোববার (৭ জুলাই) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে সম্মেলন শুরু হবে। এছাড়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর