‘পুরুষ ধর্ষক না হয়ে যেন বাবা-কাকা-ভাই হয়’

, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 00:28:06

দেশের সকল ধর্ষকদের যেন প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়া হয় এমন দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানায় তারা। মানববন্ধনে অংশ নেয়া সকলের মুখ ছিল কালো কাপড় দিয়ে বাঁধা।

ঢাবি শিক্ষার্থী আ.ন.ম ফখরুল আমিন ফরহাদ বলেন, ‘ধর্ষণ হচ্ছে মানসিক ব্যাধি। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এই ধর্ষকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়া সমাজের প্রত্যেক নাগরিককে তার নিজস্ব দায়িত্ব থেকে ধর্ষণ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। সামাজিক প্রতিরোধ ও প্রতিবাদের পাশাপাশি রাষ্ট্রকেও এ ব্যাপারে কঠোর হতে হবে।’

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে ঢাবি শিক্ষার্থী ইয়াসমিন শান্তা বলেন, ‘ধর্ষণ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। তবে সবার আগে ধর্ষণের অপরাধে জড়িতদের দ্রুত বিচার আওতায় আনতে হবে। তাদের বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পাশাপাশি একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এক মাসের মধ্যে বিচার সম্পন্ন করে রায় কার্যকর করতে হবে।’

শিক্ষার্থী তিথি দত্ত বলেন, 'একজন পুরুষকে আমরা বাবা-ভাই হিসেবে সম্মান করি। তাই একজন পুরুষ যেন ধর্ষক না হয়ে আমাদের বাবা-কাকা-ভাই হিসেবে থাকে। এটাই আমাদের কামনা।'

এ সম্পর্কিত আরও খবর