রাবির ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন

, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-22 05:47:02

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়াসহ সাত নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও লিচু চুরির মামলা দায়ের করার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালিত হয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, 'ছাত্রলীগ নেতাকর্মীর নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। রাবি ছাত্রলীগ সবসময় ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছে। ক্যাম্পাসে বিভিন্ন সময় অস্থিতিশীল করার জন্য যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, তাদের অন্যতম একটা অংশ এই মিথ্যা মামলা দায়েরকারীরা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।'

বক্তারা আরও বলেন, 'মামলা দায়েরকারীরা আমাদের নেতাকর্মীদের অন্যায়ভাবে মেরে হাত ভেঙে দিয়েছে আবার আমাদের ওপর মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেছে। আমরা চাই প্রশাসন এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।'

উল্লেখ্য, গত ৭ মে বিশ্ববিদ্যালয়ের একটি বাগানে লিচু পাড়তে যায় রাবি ছাত্রলীগের কয়েবচর নেতাকর্মী। এসময় প্রহরীদের মারধরে শিকার হন এই মামলার আসামী ও ছাত্রলীগ নেতা মাহমুদুর রহমান কানন ও মেহেদী হাসান আশিকসহ সাত ছাত্রলীগ নেতাকর্মী। মারধরে কানন ও আশিকের পা ভেঙে যায়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও খবর