জবি ছাত্রলীগের সম্মেলনে বহিরাগতদের আনাগোনা

বিবিধ, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 23:34:08

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগের সম্মেলনে মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন বহিরাগত শ্রমিক অছাত্ররা। শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা দেখা যায়।

শনিবার (২০ জুলাই) সকাল থেকেই ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিরাজ করছে বাড়তি উত্তেজনা। নিজের গ্রুপের প্রার্থীদের পরিচিতি বাড়াতে পদপ্রত্যাশীদের অনেক কর্মীই ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল, স্লোগান দিচ্ছেন।

এদিকে, অনেক প্রার্থী নিজের ক্ষমতা জানান দিতে দলে ভিড়িয়েছেন পুরান ঢাকার সদরঘাট ও বিভিন্ন গ্যারেজে কাজ করা শ্রমিক এবং বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের।

ক্যাম্পাস ঘুরে যায়, এই বহিরাগতদের অনেকেই কোনো না কোনো পার্থীর টিশার্ট, টুপি পড়ে স্লোগান দিচ্ছেন। সন্দেহভাজন কয়েকজনকে পরিচয় জানতে চাইলে তারা পরিচয় না দিয়ে কোনো না কোনো প্রার্থীর নাম বলছেন।

জবি ছাত্রলীগের এক কর্মী বলেন, এটা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির পরিবেশের জন্য সুখকর নয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা এটি প্রত্যাশা করে না। এ রকমভাবে চলতে থাকলে এটি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতিতে প্রভাব ফেলবে।

এ সম্পর্কিত আরও খবর