আকতারের ওপর হামলার প্রতিবাদে মিছিলে ডাকসু ভিপি

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 05:19:34

অধিভুক্ত সাত কলেজ বাতিলের দাবিতে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের গেটে ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতার হোসেন ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আকতারকে মারধরের প্রতিবাদে তাৎক্ষণিক ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলের ভিপি নুরুল হক নুরকে স্লোগান দিতে দেখা যায়। ‘সন্ত্রাসীদের ঠিকানা, ক্যাম্পাসে হবে না‘, ‘আকতারের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই’- বলে ভিপি নিজেই স্লোগান দিচ্ছেন।

মারধরের শিকার আকতার হোসেন বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষণ করে আন্দোলনে সমর্থন দিয়েছিলাম। ডাকসুর নেতাকর্মীরাও সমর্থন দিয়েছেন। ছাত্রলীগের নেতাকর্মীরা অপরাজেয় বাংলায় সমাবেশ শেষে হঠাৎ রেজিস্ট্রার ভবনের দিকে যান।’

‘সেখানে গিয়ে রাব্বানী ভাই (ডাকসু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক) আমাকে বললেন, তারা প্রশাসনকে স্মারকলিপি দেবে। গেটের তালা খুলতে বললেন। তখন আন্দোলনরত শিক্ষার্থীরা অপরাগতা প্রকাশ করে। একপর্যায়ে তারা মেয়েদের উপর চড়াও হলে আমি সামনে দাঁড়িয়ে বাধা দিই।’

‘তখন আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং তালা ভেঙে ফেলে। পরে সেখান থেকে সরে আমি মল চত্বরে আসলে ছাত্রলীগের রাব্বি নামক এক কর্মীর নেতৃত্বে কয়েকজন আমার ওপর হামলা ও মারধর করেন। আমার সহপাঠীরা আমাকে সেখান থেকে উদ্ধার করেন।’

এদিকে আকতারের উপর হামলা হয়নি বলে দাবি করে গোলাম রাব্বানী বলেন, ‘আমরা অধিভুক্ত ইস্যুর স্থায়ী সমাধানের জন্য সমাবেশ শেষে উপাচার্য কার্যালয়ে স্মারকলিপি দিতে গিয়েছি। সেখানে গেট আটকানো দেখে আমরা তাদের সরিয়ে দিয়ে প্রবেশ করেছি। হামলার কোনো ঘটনা ঘটেনি।’

এ সম্পর্কিত আরও খবর