জাবিতে চার প্রতারক আটক

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 01:57:52

নিজেদের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য পরিচয় দিয়ে টাকা উত্তোলনের সময় প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে থেকে তাদেরকে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা।

আটককৃতরা হলেন, আরাফাত (২৩), নিয়ামুল ইসলাম (২৩), মনোয়ার (২৫) এবং জসিম উদ্দিন (২১)। এদের মধ্যে আরাফাত এশিয়া প্যাসেফিক বিশ্ববিদ্যালয়, নিয়ামুল ও মনোয়ার উত্তরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে পরিচয় দিলেও কোনো প্রমাণ দেখাতে পারেনি। অন্যদিকে, জসিম নিজেকে অটোচালক বলে পরিচয় দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, 'নতুন কলা ভবনের সামনে তারা শিক্ষার্থীদের কাছ থেকে টাকা উত্তোলন করছিল। এসময় তাদের কার্যক্রমে সন্দেহ সৃষ্টি হওয়ায় প্রথমে পরিচয় ও উদ্দেশ্য জানতে চাই। এসময় তাদের কথাবার্তায় অসংলগ্নতা দেখায় আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।'

তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানতে পারি যে তারা 'শিশু কল্যাণ সংস্থা' সংগঠনের নামে চাঁদা তুলে নিজেদের মধ্যে ভাগ করে নেন। ১১ মাস ধরে তারা এই কাজ করে আসছে। চক্রের মূল হোতা মনোয়ার নিজেকে সংগঠনের পরিচালক বলে দাবি করেন। তারা টাকা তুলে গরীব বাচ্চাদের ১ টাকায় খাবার প্রদান এবং এবং ঢাকার একটি বস্তিতে শিশু স্কুল চালায় বলে জানালেও এর কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা। এছাড়া সংগঠনের বৈধতা প্রমাণে কোনো নথিপত্রও তারা দেখাতে পারেনি।'

সুদীপ্ত শাহীন আরও বলেন, 'আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিবারকে অবগত করা হয়েছে এবং তাদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করেছি।'

এ সম্পর্কিত আরও খবর