এবার ডেঙ্গুতে জাবি শিক্ষার্থীর মৃত্যু

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 14:23:55

ঢাবি শিক্ষার্থীর পর এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী উখিং নু রাখাইনের মৃত্যু হয়েছে। 
 
শনিবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে অসুস্থ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম নেওয়ার পথে তিনি মারা যান। 
 
উখিং নুর বাবা মংবা অং মংবা বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় উখিং নু। জ্বর বাড়লে তাকে বাড়িতে আনা হয়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে অবস্থা খারাপের দিকে গেলে কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে চট্টগ্রামে নেওয়ার জন্য বলেন। চট্টগ্রামে নেওয়ার পথে লোহাগাড়ার আমিরাবাদ নামক স্থানে গেলে তার মৃত্যু হয়।’

আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

উখেংনু রাখাইনের বন্ধু রিফাত খান বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘গত ১৭ জুলাই অসুস্থ অবস্থায় উখিং নুকে হাসপাতালে নিয়ে যাই আমরা। সেখানে টেস্ট করালে ডেঙ্গু ধরা পড়ে।’
 
কক্সবাজার কেন্দ্রীয় শ্মশানে উখিং নুর মরদেহ সৎকার করানো হবে বলেও জানিয়েছেন তার বাবা মংবা অং মংবা। 
 
এদিকে শুক্রবার (২৬ জুলাই) রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ফিরোজ কবীর স্বাধীনের (২৫) মৃত্যু হয়।

ফিরোজ বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও।
 
আরও পড়ুন: অসময়ের বিদায়ে শোকে কাতর উখিং নুর পরিবার

এ সম্পর্কিত আরও খবর