'মশার প্রজনন রোহিঙ্গাদের মতো- স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য মানবতার অপমান'

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 18:43:56

ডেঙ্গু জ্বরের জীবাণুবাহক এডিস মশার প্রজনন রোহিঙ্গাদের প্রজননের মতো দ্রুত- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের এই বক্তব্যকে মানবতা ও একটি জাতিকে অপমান বলে মনে করেন করেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।

রোববার (২৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুভাস্কর্যে ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই সিটি মেয়রের ব্যর্থতার প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও মানববন্ধনে এসব কথা বলেন তারা।

এ সময় সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, এটা সরাসরি একটা জাতিকে অপমান এবং মানবতাকে অপমান করা হয়েছে। যেখানে প্রধানমন্ত্রী মানবতার কথা বিবেচনা করে রোহিঙ্গাদের জায়গা করে দিয়ে সবার প্রশংসা কুড়িয়েছেন। সেখানে এসব কথা বলা মানে স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সুনামকে খাটো করছেন।’

৪৮ ঘণ্টার মধ্যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে আমিনুল বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করুন নতুবা ঢাকা মেডিকেলের টয়লেটগুলোকে পরিষ্কার করুন। এতে দেশ ও জাতি উপকৃত হবে।’

সংগঠনটির সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী ও দুই সিটি করপোরেশনের মেয়ররা যে ধরনের বালখিল্য বক্তব্য দিচ্ছেন. এটা প্রধানমন্ত্রীর আদর্শ ও তাঁর উন্নয়ন কর্মকাণ্ডের সাথে বেইমানি করা হচ্ছে। ডেঙ্গু মোকাবেলায় কার্যকর ব্যবস্থা না নিয়ে দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের জন্য তাদের পদত্যাগ দাবি করা উচিৎ।’

মানববন্ধনে তারা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণের মেয়র সাইদ খোকনের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করেন। এতে মুক্তিযুদ্ধ মঞ্চের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এ সম্পর্কিত আরও খবর