সৎকার করা হলো উখিং নু’র লাশ, আন্দোলনে জাবি শিক্ষার্থীরা

, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-23 22:28:59

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথমবর্ষের শিক্ষার্থী উখিং নু রাখাইনের সৎকার কাজ সম্পন্ন হয়েছে। 

রোববার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার কেন্দ্রীয় রাখাইন শ্মশানে তার সৎকার কাজ সম্পন্ন হয়েছে বলে বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান জাবির ফার্মেসি বিভাগের অধ্যাপক সুকল্যাণ কুমার কুণ্ডু।

এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এছাড়া তার মৃত্যুর দায়ভার গ্রহণ ও ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।

রোববার (২৮ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মৌন মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

আর কোনো প্রাণ যাতে অকালে ঝরে না যায় সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল ও বিভাগে ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ডেঙ্গু টেস্টের যাবতীয় পরীক্ষার ব্যবস্থা করার দাবি জানানো হয়। উখিং নু’র মৃত্যুর দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নেওয়া এবং ৪৮ ঘণ্টার মধ্যে তার পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করাসহ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা করার দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এছাড়া দাবি না মানলে লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় তারা।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান আন্দোলনস্থলে এসে শিক্ষার্থীদের দাবি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলবেন জানালে শিক্ষার্থীরা এতে অসম্মতি জানায়।

এরপর দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন, ট্রেজারার অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। ডেঙ্গুর বিস্তার রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান উপাচার্য।

আন্দোলনের ব্যাপারে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮ তম ব্যাচের ও আন্দোলনকারী শিক্ষার্থী এরফানুল ইসলাম ইফতু বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের ছয় দফা দাবি উত্থাপন করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে তারা বসে সিদ্ধান্ত নেবেন। তবে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাব।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘শিক্ষার্থীরা কাদের বিরুদ্ধে আল্টিমেটাম দিচ্ছে? আল্টিমেটাম দিয়ে কী হবে? এটা একটা ভাইরাস জ্বর, শুধুমাত্র আমরা না, পুরো রাষ্ট্র এটাতে আক্রান্ত। আমাদের সকলকে এর বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। তবেই রক্ষা পাওয়া সম্ভব।’

উল্লেখ্য, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর শনিবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম নেওয়ার পথে মারা যান উখিং নু’র।

উখিং নু’র বাবা মংবা অং মংবা বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় উখিং নু। জ্বর বাড়লে তাকে বাড়িতে আনা হয়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে অবস্থা খারাপের দিকে গেলে কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে চট্টগ্রামে নেওয়ার জন্য বলেন। চট্টগ্রামে নেওয়ার পথে লোহাগাড়ার আমিরাবাদ নামক স্থানে গেলে তার মৃত্যু হয়।

আরও পড়ুন:অসময়ের বিদায়ে শোকে কাতর উখিং নু’র পরিবার

এ সম্পর্কিত আরও খবর