বেরোবিতে ছাত্রলীগের নতুন কমিটির দাবিতে সড়ক অবরোধ

, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর | 2023-08-30 22:28:24

মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে নতুন কমিটির দাবিতে সড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রলীগের সাধারণ নেতাকর্মীরা। দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি দেয়া না হলে আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন বিক্ষুব্ধরা।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বিকেল সাড়ে ৫টা থেকে প্রায় এক ঘণ্টা ঢাকা-কুড়িগ্রাম, লালমনিরহাট-রংপুর সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।

বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতারা বলেন, 'কেন্দ্রীয় নেতাদের দিক নির্দেশনার পরও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রাথমিক কাজটি করতে ব্যর্থ হয়েছে তুষার-নোবেলের কমিটি। এতে সাংগঠনিক কার্যক্রম পিছিয়ে পড়েছে ঐতিহ্যবাহী এ সংগঠন। নতুন নেতৃত্ব না থাকায় সংগঠনের সদস্যদের মধ্যে তৈরি হয়েছে চরম বিভক্তি; সঙ্গে হতাশাও। তাই ব্যর্থ মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার বিকল্প নেই।'

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সাবেক সহ সভাপতি ফয়সাল আজম ফাইন বলেন, 'কমিটি পূর্ণাঙ্গ হচ্ছে-হবে বলেই দুই বছর পার করলেন বর্তমান কমিটির সভাপতি-সম্পাদক। কিন্তু কবে হবে কমিটি? কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না। তাই আমাদের দাবি, এই ব্যর্থ কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করা।'

বিক্ষোভে বক্তব্য রাখেন- সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন ও বঙ্গবন্ধু হল শাখার সাবেক সাধারণ সম্পাদক মৃতীশ চন্দ্র বর্মণ, ফজলে রাব্বী প্রমুখ।

পূর্ণাঙ্গ কমিটি দিতে নিজের ব্যর্থতার কথা অস্বীকার করেছেন বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া। তিনি বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'কমিটি পূর্ণাঙ্গ করতে আমাদের আন্তরিকতার কোনো কমতি নেই। প্রায় ১০ মাস আগে কেন্দ্রীয় কমিটির কাছে পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দিয়েছি। গত ২৬ জুলাই শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক শোভন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে খানিকটা সময় ব্যয় করেন। সেখানে তিনি ঢাকায় ফিরে শিগগিরই নতুন কমিটি দেয়ার আশ্বাস দিয়েছেন।'

উল্লেখ্য, ২০১৭ সালের ৪ এপ্রিল বেরোবি শাখা ছাত্রলীগের প্রথম সম্মেলন হয়। ওই সম্মেলনে মোন্নাফ আল তুষার কিবরিয়াকে সভাপতি ও কামরুল হাসান নোবেল শেখকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কিন্তু দুই বছরের বেশি সময় পার হলেও পূর্ণাঙ্গ হয়নি সেই কমিটি।

এ সম্পর্কিত আরও খবর