পর্যাপ্ত বাসের দাবিতে শিক্ষকদের বাস অবরোধ

, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 19:43:08

শিক্ষার্থীদের পর্যাপ্ত বাসের দাবিতে শিক্ষকদের বাস অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদ।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদ'র ব্যানারে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে রাখা বাসগুলো অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে শিক্ষকদের ঢাকাগামী কয়েকটি বাস নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি।

শিক্ষার্থীদের অবস্থানের খবর জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আলী আজম তালুকদার ও ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান ঘটনাস্থলে উপস্থিত হন।

 

এসময় তারা শিক্ষার্থীদের দাবিগুলো শুনেন এবং আগামী ১০ দিনের মধ্যে শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনের লক্ষে পরিবহন পুলের দুইটি বাস সংযুক্ত করার আশ্বাস দেন পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আলী আজম তালুকদার। এছাড়া শিক্ষার্থীদের বাসের নষ্ট ফ্যান ও লাইট ঠিক করার প্রতিশ্রুতি দেন তিনি। অধ্যাপক আলী আজমের প্রতিশ্রুতির প্রেক্ষিতে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, 'বাস সংকট সমাধানের লক্ষে আমরা দীর্ঘদিন ধরে কথা বলে আসছি। কিন্তু বারবার প্রতিশ্রুতির পরও আমরা কোন কার্যকরী পদক্ষেপ নিতে দেখছিনা। তবে অধ্যাপক আলী আজমের প্রতিশ্রুতির প্রেক্ষিতে আজকের অবস্থান কর্মসূচি তুলে নিয়েছি। কিন্তু কথার বরখেলাপ হলে পুনরায় অবস্থান কর্মসূচি কিংবা আরও কঠোর কর্মসূচি হাতে নেওয়া হবে।’

এ সম্পর্কিত আরও খবর