চবিতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫, বন্ধ শাটল ট্রেন

, ক্যাম্পাস

চবি করেসপন্ডেন্ট. বার্তাটায়েন্টিফোর.কম | 2023-08-25 22:21:27

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। দুই গ্রুপের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে চবিতে অবরোধের ডাক দিয়েছে ছাত্রলীগের একাংশ। এদিকে নগরীর বটতলী রেলস্টেশনে অবস্থানরত দুটি শাটল ট্রেনের হোস পাইপ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। এতে করে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।

বিবাদমান গ্রুপ দুইটি হলো ক্যাম্পাসের বগি ভিত্তিক সংগঠন সিএফসি ও বিজয় গ্রুপ। উভয় গ্রুপই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী।

জানা যায়, অনেক দিন থেকেই সিএফসি গ্রুপের কর্মীরা সোহরাওয়ার্দী হলে তাদের নির্ধারিত সিটে ওঠার চেষ্টা করছে। গতকাল রাতেও একই ঘটনা ঘটলে শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস ব্যাপারটা সমাধান করতে সোহরাওয়ার্দী হলে যান। এসময় উত্তেজিত হয়ে তার উপর অতর্কিত হামলা চালায় সিএফসি গ্রুপের নেতা-কর্মীরা।

এ খবর ছড়িয়ে পড়লে বিজয় গ্রুপ-সিএফসি গ্রুপের কর্মীদের মধ্যে পাল্টা-পাল্টি সংঘর্ষ বাধে। সোহরাওয়ার্দী হলের সামনে গুলি চালানোর আওয়াজ শোনা যায়। পরে  ঘটনা আলাওল ও এফ রহমান হলের দিকে চলে আসলে সেখানেও ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল ছোড়াছুড়ি হয়। এসময় উভয় গ্রুপের কর্মীদের কাছে দেশীয় অস্ত্র দেখা যায়।

আহতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের ১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, পরিসংখ্যান বিভাগের ১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মাহফুজ আহমেদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওবায়দুর, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রিয়াম রায়, লোকপ্রশাসন বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিলয় হাসান। আহতদের সবাই বিজয় গ্রুপের নেতা ও কর্মী।

এদের মধ্যে মোহাম্মদ ইলিয়াস চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসা নিয়েছেন ও বাকীরা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে।

ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী বলেন, আমি শহরে অবস্থান করছি। তবে ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের খবর শুনেছি। পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিজয় গ্রুপের নেতা ও চবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক এইচ এম তারেকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের নির্দেশে এই অতর্কিত হামলা চালানো হয়। তাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে চেয়েছি। কিন্তু সবাইকে নিয়ে একসঙ্গে রাজনীতি করার মন মানসিকতা তার নেই।

অন্যদিকে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, ইলিয়াস হিযবুত তাহেরির সাথে যুক্ত এবং কিছু দিন আগে শাটল ট্রেনে পোস্টার লাগানোর কাজে যুক্ত ছিলেন। তিনি বিভিন্ন সময় অস্ত্র ঠেকিয়ে নেতাকর্মীদের হুমকি ধমকি দিতেন। রাতে হলে ছাত্রলীগ কর্মীদের অস্ত্র ঠেকালে তাকে প্রতিহত করেন। কমিটির শুরু থেকে তিনি ঝামেলা করে আসছেন। ইলিয়াস ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত না। তাকে আমরা দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

এ সম্পর্কিত আরও খবর