ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে প্রথমবারের মতো শিক্ষকদের সন্তানদের জন্য স্থাপিত হল চাইল্ড ডে কেয়ার সেন্টার তথা শিশু দিবাযত্ন কেন্দ্র।
রোববার (১ সেপ্টেম্বর) সামাজিক বিজ্ঞান অনুষদে শিশু দিবাযত্ন কেন্দ্রের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমদ।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিমের উদ্যোগে দিবাযত্ন কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, আমাদের এ অনুষদে প্রায় তিন'শ শিক্ষক। তাই এখানে তাদের শিশু সন্তানদের জন্য একটা স্পেসের প্রয়োজন ছিল। সে কথা ভেবেই আমি এ উদ্যোগ নিয়েছি।
এছাড়াও শিশুদের দেখভাল করার জন্য ডে কেয়ার সেন্টারে তিনজন সার্বক্ষণিক সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। তারা শিশু পরিপালন বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন। দিবাযত্ন কেন্দ্রটি সপ্তাহে পাঁচদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে। এই কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ তাদের সন্তানদের রাখার সুযোগ পাবেন। এ ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য শিক্ষকদের ডিন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।