সাংবাদিকদের ফোন ধরেন না শোভন-রাব্বানী

, ক্যাম্পাস

ইমরান হোসাইন, ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 14:13:09

সাংবাদিকদের ফোন ধরেন না বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। বারবার কল দিয়েও তাদের নাগাল কখনো পাওয়া যায় না বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদকদের। তাদের অভিযোগ, অনেকবার কল দেওয়ার পরও তারা ফোন ধরেন না, ফেরত কলও দেন না, দেখা করার জন্য সময় চেয়েও তাদের পাওয়া যায় না।

বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সিরাজুল ইসলাম রুবেল বলেন, একটি হলে (রোকেয়া হল ছাত্রলীগের বিরুদ্ধে) নিয়োগ বাণিজ্যের অভিযোগের ব্যাপারে জানতে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে একাধিকবার ফোন ও মেসেজ পাঠালেও তারা কোনও সাড়া দেয়নি। পরে গোলাম রাব্বানীর সাথে দেখা করতে ডাকসুতে গেলে তিনি ব্যস্ত রয়েছেন বলে নিজ কার্যালয় ত্যাগ করেন। পরে ডাকসু ভবনের সামনে নেতাকর্মীদের সঙ্গে প্রায় আধাঘণ্টা ধরে সেলফি তুলতে দেখা যায় তাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি দৈনিকের ক্যাম্পাস প্রতিনিধি বলেন, বেশিরভাগ সময় তারা ফোন ধরে না, কয়েকটা কল দেওয়ার পর কদাচিৎ ধরে। এসময় রাব্বানীর উদ্দেশে এই সাংবাদিক বলেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক কারো সমালোচনা নিতে পারেন না।

দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইমাদ উদ্দিন সরদার মারুফ বলেন, এক বছরে দুইবার তাদেরকে কল দিয়ে পেয়েছি। তাও সেটা অনেক মেসেজ ইত্যাদির পর। এই সাংবাদিক আরও বলেন, আগের কমিটিতে যারা ছিল তারা কল না ধরতে পারলেও পরে ব্যাক করত। কিন্তু এবারের কমিটি তার উল্টো।

আমার সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মো ইলিয়াস হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে কল দিলে তারা ধরতে না পারলে পরে কল ব্যাক করেন। কিন্তু ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে ফোন কিংবা মেসেজ দিয়েও কখনও পাওয়া যায় না। এমনকি তারা কখনও ফেরত কলও করেন না।

এ প্রতিবেদন লেখার পর তাদের প্রতিক্রিয়া জানতে একাধিকবার কল দিলেও পূর্বেকার মতো তারা ফোনে কোনো সাড়া দেননি।

এ সম্পর্কিত আরও খবর