নবম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করে চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ওই অনুষদের ডিন অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে ফের সেখানে গিয়ে শেষ হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে ৯ দিন ধরে ওই অনুষদের পাঁচ শতাধিক শিক্ষার্থী ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে মানববন্ধন, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
তারা জানায়, বিসিএসের মাধ্যমে টেকনিক্যাল ক্যাডারে কৃষি প্রকৌশলীদের নিয়োগ দিতে প্রতিটি উপজেলায় নতুন পদ সৃষ্টি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলীদের জন্য আলাদা উইং চালু, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) কৃষি প্রকৌশলীদের নিজস্ব পদ নিরূপণ করা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে কৃষি বিষয়ে সরকারি স্কুল-কলেজের নিয়োগ বিজ্ঞপ্তিতে কৃষি প্রকৌশলীদেরও সুযোগ দিতে হবে।
শিক্ষার্থীদের দাবির সঙ্গে এ অনুষদের শিক্ষকরাও একাত্মতা ঘোষণা করেছেন বলে জানা গেছে।