গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।
আন্দোলনের মুখে শনিবার সকালে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ এবং সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া। তবে কোন শিক্ষার্থীই সেই আদেশ মানেননি। বন্ধ ক্যাম্পাসেও তারা আন্দোলন অব্যাহত রেখেছেন।
রোববার (২২ সেপ্টম্বর) সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে বন্ধ ক্যাম্পাসে আন্দোলনে ফের হামলার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।
শনিবার ক্যাম্পাসের বাইরে
বহিরাগতদের হামলায় আন্দোলনকারী ২০ শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়টির সহকারী প্রক্টর হুমায়ূন কবীর পদত্যাগ করেন।
বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রক্টর ড. বশির উদ্দীন বলেন, শিক্ষার্থীরা আগের মতোই আন্দোলন করে যাচ্ছে। তাদের সাথে সমঝোতার চেষ্টা চালানো হলেও তারা আমাদের সঙ্গে কোন কথা বলতে রাজি হয়নি।
শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা প্রসঙ্গে জানতে চাইলে তিনি, এ বিষয়ে প্রফেসর ড. আব্দুর রহিমকে প্রধান, আইন বিভাগের ডিন আ. কুদ্দুছ মিয়াকে সদস্য সচিব ও ড. সামসুল আরেফিনকে সদস্য করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী পাঁচদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।
ড. বশির উদ্দীন আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে হল ছাড়ার অফিস আদেশ থাকলেও শিক্ষার্থীরা কিন্তু হলে অবস্থান করেছে। আসলে আমরা তাদের রাগাতে চাই না। একটা শান্তিপূর্ণ সহাবস্থান চাই।