নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পদত্যাগী সহকারী প্রক্টর মো. হুমায়ুন কবীর।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ সদর থানায় জিডি করেন তিনি। মো. হুমায়ুন কবীর গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি'র সমাজ বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
জিডিতে তিনি উল্লেখ করেছেন, গত ২১ সেপ্টেম্বর সাধারণ ছাত্র-ছাত্রীর ওপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক হামলার প্রতিবাদে আমি সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করি। এ জন্য হুমায়ুন কবীর নাম দিয়ে অজ্ঞাত ব্যক্তি/ব্যক্তিরা ফেসবুক আইডি খুলে তার মাধ্যমে বিভিন্ন ধরনের উসকানিমূলক, চারিত্রিক ও মানহানিকর বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছেন। অজ্ঞাতনামা (ভিসিপন্থি) ব্যক্তিরা উক্ত ফেসবুক আইডির মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার করছেন। যাতে আমার সামাজিক ও পারিবারিক এবং শিক্ষকতা পেশায় সম্মানহানি হচ্ছে।
আরও উল্লেখ করা হয়, গত ২১ সেপ্টেম্বর দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি পন্থিরা আমাকে বিশ্ববিদ্যালয়ের গ্যারেজে পেয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদান করেন। আমি উক্ত বিষয় নিয়ে খুব সমস্যার মধ্যে দিন কাটাচ্ছি। যেকোনো সময় ভিসিপন্থিরা ফেসবুক আইডির মাধ্যমে অপপ্রচার করে আমার বড় ধরনের ক্ষতি করতে পারেন। বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভুক্ত করা একান্ত প্রয়োজন।
প্রসঙ্গত, শনিবার আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসার পথে বহিরাগতদের হামলায় অন্তত ২০ শিক্ষার্থী আহত হন। এ ঘটনার নিন্দা জানিয়ে ওই দিনই তিনি পদত্যাগ করেন সহকারী প্রক্টর হুমায়ন কবীর।