ভিসি নাসির অপসারণের আন্দোলন গড়াল ৮ম দিনে

, ক্যাম্পাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গোপালগঞ্জ | 2023-08-27 16:20:08

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য (ভিসি) ড. খোন্দকার নাসির উদ্দিনের অপসারণের দাবিতে ৮ম দিনের মতো আন্দোলন চলছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। অন্য দিনের থেকে আজ আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক বেশি। স্লোগানে স্লোগানে কম্পিত হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

এদিকে ইউজিসি গঠিত তদন্ত টিম দ্বিতীয় দিনের মতো তাদের কাজ শুরু করেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে, বৃহস্পতিবার অনশন ও অবস্থান কর্মসূচির পাশাপাশি ইউজিসির তদন্ত কমিটির কাছে স্মারকলিপি পেশ এবং চোখে কালো কাপড় বেঁধে উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে কর্মসূচি পালন করবে।

অপরদিকে, সহকারী প্রক্টর ড. মো. নাজমুল হকের পদত্যাগ প্রসঙ্গে উপাচার্য ড. খোন্দকার নাসির উদ্দিন জানান, ওই সহকারী প্রক্টর দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার পদ থেকে পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

আরও পড়ুন: বশেমুরবিপ্রবি’র সহকারী প্রক্টর নাজমুল হকের পদত্যাগ

এ সম্পর্কিত আরও খবর