বশেমুর‌বিপ্র‌বিতে শিক্ষার্থীদের চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ

বিবিধ, ক্যাম্পাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গোপালগঞ্জ | 2023-09-01 08:27:19

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ব‌শেমুর‌বিপ্র‌বি) চোখে কালো কাপড় বেঁধে ভিসির নানা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ ক‌রে‌ছে শিক্ষার্থীরা। পরে বৃহস্প‌তিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সা‌ড়ে ১১টায় জয়বাংলা চত্ব‌রে শিক্ষার্থীরা প্রেস ব্রি‌ফিং করে।

আরও পড়ুন: বশেমুরবিপ্রবি’তে দাবি একটাই ‘ভিসির পদত্যাগ’

শিক্ষার্থীরা চোখে কালো কাপড় বেঁধে ক্যাম্পাসে প্রতিবাদ করে

 

প্রেস ব্রি‌ফিং এ লি‌খিত বক্তব্যে আইন বিভা‌গের তৃতীয় ব‌র্ষের ছাত্র হাসান মাহমুদ। লি‌খিত বক্ত‌ব্যে তি‌নি ব‌লেন, ভি‌সির নানা অনিয়ম, দুর্নী‌তি, নৈ‌তিক স্খলন, ভর্তি ও নিয়োগ বা‌ণিজ্য, স্বজন প্রী‌তির বিরু‌দ্ধে শিক্ষার্থী‌দের অনশন এবং অবস্থান কর্মসূ‌চির ৮ম দিন চল‌ছে। অথচ এ আন্দোলনকে ভিন্ন খা‌তে প্রবা‌হিত করার জ‌ন্যে এক‌টি বি‌শেষ মহল চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে। আন্দোলনটি‌কে ভিন্ন খা‌তে নেয়ার জন্য সোশ্যাল মি‌ডিয়ায় ভুয়া অ্যাকাউন্ট খু‌লে শিক্ষক‌দের না‌মে অশালীন ও বা‌জে মন্তব্য ক‌রে শিক্ষার্থী‌দের না‌মে দায় চাপা‌চ্ছে। শুধু তাই নয় শিক্ষার্থী‌দের ম‌ধ্যে কোন্দল সৃ‌ষ্টির চেষ্টা চালা‌নো হ‌চ্ছে।

আরও পড়ুন: বশেমুরবিপ্রবি ভিসির বিরুদ্ধে ইউজিসি'র তদন্ত শুরু

অন্যান্য শিক্ষার্থীরা ব‌লেন, ইউ‌জি‌সির তদন্ত ক‌মি‌টি স‌ঠিক প্র‌তি‌বেদন দি‌বেন ব‌লে তারা আশা ক‌রেন। একমাত্র প্রধানমন্ত্রীর নি‌র্দেশনা ছাড়া তারা আন্দোলন বন্ধ কর‌বেন না।

প‌রে বেলা ১২টায় বিশ্ব‌বিদ্যালয় চত্ব‌রে শিক্ষার্থীরা চো‌খে কা‌লো কাপড় বেঁধে ভি‌সির নানা অনিয়ম ও দুর্নী‌তির প্র‌তিবাদ জানায়।

আরও পড়ুন: ভিসি নাসির অপসারণের আন্দোলন গড়াল ৮ম দিনে

এ সম্পর্কিত আরও খবর