গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আরো একজন সহকারী প্রক্টর ড. তরিকুল ইসলাম পদত্যাগ করেছেন। তিনি ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক। এ নিয়ে বশেমুরবিপ্রবিতে তিন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন।
এদিকে সহকারী প্রক্টর ড. তরিকুল ইসলাম শিক্ষার্থীদের ওপর হামলা ও বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতির কারণ দেখিয়ে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পদত্যাগপত্র দাখিল করেছেন।
আরও পড়ুন: বশেমুরবিপ্রবি’র সহকারী প্রক্টর নাজমুল হকের পদত্যাগ
এর আগে গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে সহকারী প্রক্টর ড. মোঃ নাজমুল হক পদত্যাগ করেন। বুধবার রাতে তিনি রেজিস্টারের কাছে তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীদের চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ
গত ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে সহকারী প্রক্টর হুমায়ুন কবীর পদত্যাগ করেন।